৫ই অক্টোবর, ২০২৫, ২০শে আশ্বিন, ১৪৩২

জামায়াতে সালাত আদায়ের সময় অনেকেই কাতারে ফাঁক রেখে দাঁড়ায়। কারো কারো মনোভাব এমন, মসজিদে কি জায়গার অভাব আছে? অবস্থা এমনই বেগতিক যে, জামায়াতে সালাত আদায়ের সময় কখনো কখনো ২-৩ জনের মাঝে আরেকজন অনায়াসে ঢুকতে পারে। সচেতন কেউ কেউ এভাবে কাতারের মধ্যেও ঢুকে থাকেন। আসলে বিষয়টি মসজিদে জায়গার অভাবের প্রশ্ন নয়, জামায়াতে সালাত আদায়ের সময় দু’জনের মাঝে কাতারে ফাঁক না রাখা হচ্ছে রাসূল সা:-এর সুন্নাহ পালন করা।
ক. কাতার সোজা করার গুরুত্ব: রাসূল সা: সমবেত
লোকদের দিকে ঘুরে দাঁড়িয়ে তিনবার বললেন, ‘তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। আল্লাহর কসম! অবশ্যই তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে দাঁড়াও। অন্যথায় আল্লাহ তোমাদের অন্তরে মতানৈক্য সৃষ্টি করে দেবেন।’ (আবু দাউদ: ৬৬২)
খ. কাতার সোজা করে দিতেন ‘রাসূল সা: কাতারের
একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে গিয়ে আমাদের বুক ও কাঁধ সোজা করে দিতেন, আর বলতেন, তোমরা কাতারে বাঁকা হয়ে দাঁড়িও না। অন্যথায় তোমাদের অন্তরে বৈপরীত্য সৃষ্টি হবে। (আবু দাউদ: ৬৬৪)
গ. কাতার সোজা করার পর তাকবির: ‘আমরা
সালাতের জন্য দাঁড়ালে রাসূলুল্লাহ সা: আমাদের কাতারগুলো সোজা করে দিতেন। এরপর সাহাবারা সমান্তরালভাবে দাঁড়িয়ে গেলে তিনি তাকবির বলতেন।’ (আবু দাউদ: ৬৬৫)
ঘ. কাতার সোজা করা সালাত পূর্ণ করার অন্তর্ভুক্ত:
‘তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। কারণ কাতার সোজা করা সালাত পূর্ণ করার অন্তর্ভুক্ত।’ (ইবনে
মাজাহ: ৯৯৩, আবু দাউদ: ৬৬৮)
ঙ. কাতারে দু’জনের মাঝে শয়তানের জন্য ফাঁকা না রাখা: আল্লাহর রাসূল সা. বলেন, উভয়ের (দু’জনের) মাঝখানে ফাঁক বন্ধ করো। শয়তানের জন্য কাতারের মাঝখানে (দু’জনের মাঝখানে) ফাঁকা জায়গা রেখে দিও না।’ (আবু দাউদ: ৬৬৬)
চ. ফাঁকা জায়গায় শয়তান প্রবেশ করে: ‘হাদিসে
আল্লাহর রাসূল সা. বলেন, তোমরা (সালাতের) কাতারগুলোতে মিলেমিশে দাঁড়াবে। ওই সত্তার কসম, যাঁর হাতে আমার জীবন! আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি, কাতারের খালি (ফাঁকা) জায়গাতে শয়তান যেন একটি বকরির বাচ্চার ন্যায় প্রবেশ করছে।’ (আবু দাউদ:
৬৬৭, নাসাঈ: ৮১৫) ছ. কাতার মিলালে আল্লাহর রহমত লাভ, মর্যাদা বৃদ্ধি:
‘শয়তানের জন্য কাতারের মাঝখানে ফাঁকা জায়গা রেখে দিও না। যে ব্যক্তি কাতার মিলাবে (ফাঁক রাখবে না) আল্লাহও তাকে তাঁর রহমত দ্বারা মিলাবেন। আর যে ব্যক্তি কাতারে ফাঁক রাখবে, আল্লাহও তাকে তাঁর রহমত থেকে কর্তন (বঞ্চিত) করবেন।’ (আবু দাউদ: ৬৬৬,
নাসাঈ: ৮১৯)
‘যারা কাতারগুলো মিলিয়ে রাখে তাদের প্রতি আল্লাহ এবং তাঁর ফিরিশতারা রহমত বর্ষণ করেন। যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে, আল্লাহ তার বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করেন) (ইবনে মাজাহ: ৯৯৫)

লেখক: দিদার উল আলম
শিক্ষাবিদ, সাংবাদিক ও প্রাবন্ধিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 0
  • 0
© 2025 Dhumketu . All Rights Reserved. || Created by FixiFite WEB SOLUTIONS.