৫ই অক্টোবর, ২০২৫, ২০শে আশ্বিন, ১৪৩২

“বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আমাদের যুব সমাজ, তারুণ্যকে এগিয়ে আসতে হবে,” বলেন সাকি।

জনগণকে আবার জাগিয়ে তোলার কথা বলেছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকালে ঢাকায় এক যুব সমাবেশে তিনি বলেন, “জিয়াউর রহমান সাহেব যেটা তিন বছরে করেছিলেন, সেই রকম একটা নির্দেশনা তৈরি করে আমরা কী এই দেশটাকে সঠিক অর্থে সামনের দিকে নিয়ে যেতে পারব না? কী পারবেন না আপনারা? পারতে হবে।”

দরকার হলে গ্রামে-গঞ্জে, হাটে-ঘাটে, খালের পাড়ে, খামারে-বন্দরে গিয়ে মানুষের মানুষের সঙ্গে কথা বলে মানুষকে উজ্জীবিত করার বিষয়ে জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, “মানুষকে জাগিয়ে তুলতে হবে আবার, এটাই হবে আমাদের কাজ।”

তিনি বলেন, “এখানে একজন বলেছেন, পার্টি দরকার, যে পার্টি বিপ্লরে নেতৃত্ব দেবে, অর্থাৎ আমাদের তারেক রহমান সাহেবের যে বিপ্লব, সেই বিপ্লবকে সফল করবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।

“আমরা দৃঢ়ভাবে দেশবাসী আশা করি যে, এই তরুণ প্রজন্ম সেই বিপ্লব সফল করবে।”

বিএনপি মহাসচিব বলেন, “আমরা যদি জনগণের মন জয় করতে পারি, নির্বাচনে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, আমাদের তারেক রহমান সাহেবের সরকার যদি গঠন করতে পারি, তার প্রধান যে শর্ত হবে তা হচ্ছে, আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।”

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুব দল-জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-জাতীয়তাবাদী ছাত্র দল যৌথভাবে যুব সমাবেশ আয়োজন করে।

‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আমাদের যুব সমাজ, তারুণ্যকে এগিয়ে আসতে হবে। আমরা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বদলিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা এগোতে যাচ্ছি।

“এই কাজে যুব দল-স্বেচ্ছাসেবক দল-ছাত্র দলকে বিশেষ ভূমিকা রাখতে হবে, এই উপলব্ধি আপনাদের সকলকে করতে হবে। এই তরুণরা আগামীর বাংলাদেশ গড়তে হবে।”

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি সোচ্চার হয়েছে, অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কুন্ঠাবোধ করেনি।

“চাঁদাবাজি আর করতে দেয়া হবে না- এই হোক আন্তর্জাতিক যুব দিবসে ‘নতুন বাংলাদেশ’ এর শপথ।”

সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখে- বিএনপির বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 0
  • 0
© 2025 Dhumketu . All Rights Reserved. || Created by FixiFite WEB SOLUTIONS.