২১শে আগস্ট, ২০২৫, ৬ই ভাদ্র, ১৪৩২

স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বোর্ড থেকে নিবন্ধন নিলে পরবর্তী সময়ে উচ্চশিক্ষা আটকে যাবে, বলছেন আন্দোলনকারীরা।

স্বতন্ত্র কাউন্সিল গঠনের এক দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা, যা দুপুরের পরেও চলছিল।

সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থী ফরহাদ রেজা বলেন, “আমাদের নিয়ন্ত্রক সংস্থা হল স্বাস্থ্য অধিদপ্তর। ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষার্থীদের নিবন্ধন দেওয়া থেকে শুরু করে সব ধরনের প্রশাসনিক কাজ হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

“স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমাদের দাবি, অতি দ্রুত আমাদের জন্য একটা স্বতন্ত্র কাউন্সিল যেন করে দেয়।”

আরেক শিক্ষার্থী মোহাইমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতদিন ধরে অস্থায়ী কাউন্সিল হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু গত মাসে মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডে পাঠানো হয়। এতে বলা হয়েছে, বোর্ড রেজিস্ট্রেশন দেবে।

“কিন্তু বোর্ড ডিপ্লোমাদের রেজিস্ট্রেশন দেয়, তাদের নিয়ন্ত্রণ করে। বোর্ডের কোনো সুযোগ নেই ব্যাচেলর ডিগ্রিধারীদের নিয়ন্ত্রণ করার। বোর্ড থেকে আমরা নিবন্ধন নিলে পরবর্তী সময়ে আমাদের উচ্চশিক্ষা আটকে যাবে বা বাধাগ্রস্ত হবে।”

তিন দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাওয়ে ইউনানী শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, “আমরা অনেকে বিদেশে পড়াশোনা করতে চাই, সেই সুযোগ কমে যাবে। এ কারণে আমাদের স্বতন্ত্র কাউন্সিল গঠন করা খুবই গুরুত্বপূর্ণ। এমবিবিএস, বিডিএস, নার্সিং-সবারই কাউন্সিল আছে। কাউন্সিল থাকলে আমরাও স্বীকৃত চিকিৎসক হতে পারব।”

দাবি আদায়ে সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এর আগে সোমবার তিন দফা দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেন তারা। সে সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।

সেদিন তাদের দাবি ছিল— মেডিকেল অফিসার (ইউনানী ও আয়ুর্বেদিক) নিয়োগ যোগ্যতা সংক্রান্ত মতামতের চিঠি বাতিল,একটি পৃথক আইন প্রণয়ন এবং ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসায় স্বতন্ত্র কাউন্সিলর গঠন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর মঙ্গলবার তারা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 14
  • 0
© 2025 Dhumketu . All Rights Reserved. || Created by FixiFite WEB SOLUTIONS.