
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অদ্য ৩০ এপ্রিল বুধবার বিকাল ৫:০০ টায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মোঃ মোরতাজা ।
উক্ত ফ্রি ক্যাম্পে ০১লা মে সকাল ৮:০০ টা থেকে দিনব্যাপী ইমার্জেন্সি, ডেন্টাল ও ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে ফ্রি তে রোগী দেখা হবে এবং ফ্রি তে ব্লাড গ্রুপিং করা হবে। এছাড়াও সকল বিশেষজ্ঞ ডাক্তারগন ১লা মে বিশেষ ছাড়ে রোগী দেখবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার খলিল উল্লাহ ও কোয়ালিটি এডুকেশন কলেজ এর সভাপতি জনাব কবির আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক যথাক্রমে জনাব মুস্তাফিজুর রহমান, জনাব আবুল বারাকাত, জনাব আবু জাফর মোঃ সালেহ, জনাব গাজী মোঃ আব্দুস শাকুর, জনাব কামাল হোসেন, জনাব মুহিব্বুল্লাহ, কর্পোরেট অফিস ইনচার্জ দিদার উল আলম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের তাদের কাজের ন্যায্য মজুরি নির্ধারন, একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করনে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শ্রমিকগন হচ্ছে হাদিসের ভাষায় আল্লাহর বন্ধু, তাই শ্রমিকদের অধিকার সংরক্ষনে মালিকগনকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি শ্রমিক দিবসে মেডিকেল ক্যাম্প আয়োজন করায় ইসলামিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে মোবারকবাদ জানান।
সংবাদ বিজ্ঞপ্তি
তথ্য ও প্রচার বিভাগ
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ