
কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্প্রতি ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের কর্পোরেট অফিসে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল হাসনাত মোঃ মোরতাজা। তিনি হাসপাতালের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীর দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বিষয়ে গুরুত্ব আরোপ করে স্বাস্থ্য সেবাকে এবাদত হিসেবে নিতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডাঃ মোঃ খলিল উল্লাহ, দারস উপস্থাপন করেন তামিরুল মিল্লাত মহিলা মাদরাসার অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান। আলোচনা করেন ইসলামি ব্যাংক হাসপাতাল, কাকরাইল শাখার প্রশাসনিক ইনচার্জ আব্দুল আজিজ রিয়াদ, হাসপাতাল ইনচার্জ জনাব আবু জাফর মোঃ সালেহ এবং লিগ্যাল ইনচার্জ জনাব আবুল বারাকাত সহ অনেকে।