
অভিজ্ঞতা বিনিময় করতে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে একটি আঞ্চলিক সম্মেলন আয়োজনের কথাও বলেছে সংস্থাটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন পাঠানোর পরিকল্পনা জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)।
সংস্থাটির একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
আনফ্রেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানিয়ে বলা হয়েছে, “আজকে অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক। প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়নে আনফ্রেলের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আন্তরিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।”
গেল ৫ অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন।
পরের দিন প্রধান উপদেষ্টার কার্যালয় চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নিতে বলেছে।
সিইসির সঙ্গে বৈঠকে আনফ্রেল প্রতিনিধিদলটি স্থানীয় সুশীল সমাজের সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সংস্থার চলমান কর্মশালার অগ্রগতি নিয়েও আলোচনা করে।
অভিজ্ঞতা বিনিময় করতে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে একটি আঞ্চলিক সম্মেলন আয়োজনের কথাও বলেছে সংস্থাটি।
বৈঠকে উপস্থিত ছিলেন আনফ্রেলের নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, ক্যাম্পেইন অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়রাথনা ও বাংলাদেশ ইলেকশনস অ্যান্ড ডেমোক্রেসি প্রোগ্রামের প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা এনায়েত এমি।