৫ই অক্টোবর, ২০২৫, ২০শে আশ্বিন, ১৪৩২

নোয়াখালীর চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী মোঃ আবুল বারাকাতের ক্রয়কৃত জমিতে গাইড ওয়াল নির্মাণ করতে গেলে হামলা ও হুমকির শিকার হয়েছেন।

এ ঘটনায় তিনি চাটখিল পৌরসভা সুন্দরপুর গ্রামের মৃত আবদুল হালিম ছেলে আবু মাসুদ (৪৮), উপজেলার নারায়নপুর গ্রামের মোঃ এরশাদ উল্যাহ ভূঁইয়ার ছেলে মাজহারুল ইসলাম (২৮), ও সাহাপুর গ্রামের মোঃ আইয়ুব আলী স্ত্রী লুৎফুন নাহার (৩২) আসামি করে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৭নং আমলী আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার সুত্রে জানা যায়, নালিশীয় ভূমি চাটখিল মৌজার বি.এস ২২৭নং খতিয়ানের বিএস ৫২৩নং দাগের ১৫ ডিং জমির বিষয়ে দীর্ঘদিন বিজ্ঞ আদালতে মোকদ্দমা চলমান থাকার পর নোয়াখালীর যুগ্ম জেলা জজ ১ম আদালতে ডিক্রির ভিত্তিতে ২০২৫ সালের ২৩ জুলাই আদালতের মাধ্যমে জমির রেজিস্ট্রি সম্পন্ন হয় এবং আদালত মোঃ অজি উল্যার নামে দখল হস্তান্তর করে জমিটি বুঝিয়ে দেয়।

পরে মোঃ অজি উল্যা উক্ত ১২ ডিং জমি ব্যবসায়ী মোঃ আবুল বারাকাতের কাছে বিক্রি করে দেন। জমি ক্রয়ের পর আবুল বারাকাত নিজ দখলকৃত জমির চারপাশে গাইডওয়াল নির্মাণ করতে গেলে আসামিরা একজোট হয়ে ভাঙচুর ও হাঙ্গামা করে।

এ বিষয়ে ব্যবসায়ী আবুল বারাকাত সাংবাদিকদের জানান বিষয়টি সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার ক্লিন ইমেজকে বিনষ্ট করার উদ্দেশ্যে একটি স্বার্থন্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে উক্ত ঘটনাগুলো সংগঠিত করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আদালতের দারস্ত হয়ে একটি অভিযোগ দায়ের করেছি এ বিষয়ে মাননীয় আদালত আমার বক্তব্যের বিষয়ে সন্তুষ্ট হয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করে। তিনি আরো বলেন জমিটি আমি সম্পূর্ণ আইনগতভাবে খরিদ সূত্রের মালিক হয়েছি, যে বা যাহারা উক্ত বিষয় নিয়ে ষড়যন্ত্র করবে আমি তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনক ব্যবস্থা গ্রহণ করিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 0
  • 0
© 2025 Dhumketu . All Rights Reserved. || Created by FixiFite WEB SOLUTIONS.